গবেষক শিহাব সকালে তাঁর ল্যাবে প্রবেশ করতে গিয়ে দরজা খুলতে পারছেন না। কারণ গতকাল তিনি তার হাতের একটি আঙ্গুল কেটে যাওয়ায় ব্যান্ডেজ করে রেখেছেন। ফলে তাঁকে বন্ধু শাফায়াত না আসা পর্যন্ত। বাইরে অপেক্ষা করতে হলো। এতে বিরক্ত হয়ে তিনি ল্যাবের দরজা খোলার জন্য পাসওয়ার্ডযুক্ত প্রযুক্তি ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলেন।
ক. রোবট কী?
খ. বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে- ব্যাখ্যা কর।
গ. ল্যাবে কোন প্রযুক্তির ব্যবহার করে শিহাব শাহরিয়ার দরজা খুলে থাকেন? - ব্যাখ্যা কর।
ঘ. শিহাব শাহরিয়ার কর্তৃপক্ষকে যে প্রস্তাব দিলেন, তা কি যৌক্তিক? বিশ্লেষণ কর।
উত্তর:
ক. রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
খ. তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এ প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন সম্ভব হচ্ছে। ফসলের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। এর ফলে অধিক ফলন লাভের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে।
গ. উদ্দীপকের বর্ণনানুযায়ী শিহাব শাহরিয়ার বায়োমেট্রিক প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করে ল্যাবের দরজা খুলে থাকেন। নিচে এ প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো
মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিই হলো বায়োমেট্রিক প্রযুক্তি৷ শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতির একটি কৌশল হলো ফিঙ্গারপ্রিন্ট। আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট হলো কোনো ব্যক্তিকে যথাযথভাবে শনাক্ত করার জন্য উক্ত ব্যক্তির আঙুলের ছাপকে শনাক্তকারী একক হিসেবে ব্যবহার করা। এক্ষেত্রে উক্ত ব্যক্তির আঙুলের ছাপ পূর্ব হতেই আঙুলের ছাপ পড়তে পারে এমন মেশিনের (ফিঙ্গারপ্রিন্ট রিডার) সাহায্যে ডেটাবেসে সংরক্ষণ করে রাখতে হয়। পরবর্তীতে যখন একই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট রিডারে আঙুল রাখে তখন যে আঙুলের ছাপের ছবি তৈরি হয় তা পূর্বে ডেটাবেসে রক্ষিত ছবির সাথে মিলিয়ে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। এক্ষেত্রে মেশিনটির আঙুলের রেখার বিন্যাস, ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের ওপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙুলের ছাপচিত্র তৈরি করে। বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্ট রিডারের জনপ্রিয়তা সর্বাধিক৷ তুলনামূলকভাবে কম দামী, নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ঘ. উদ্দীপকে শিহাব শাহরিয়ার ল্যাবের দরজা খুলতে পাসওয়ার্ডযুক্ত প্রযুক্তি ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন। শিহাব শাহরিয়ারের এ প্রস্তাবের যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলো
বায়োমেট্রিক প্রযুক্তির আচরণগত পদ্ধতির একটি প্রকারভেদ হলো কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ। এক্ষেত্রে কিবোর্ড কিংবা এ জাতীয় কোনো ইনপুট ডিভাইসে ব্যক্তি তার গোপনীয় কোড বা পাসওয়ার্ড কত দ্রুত টাইপ করে দিতে পারে তার সময় পূর্বের সময়ের সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ কাজ সম্পন্ন করা হয়। বায়োমেট্রিক প্রযুক্তির অন্যান্য পদ্ধতিগুলোর মতো এর মাধ্যমেও ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা সম্ভব হয়। ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে নির্দিষ্ট আঙুল ব্যতীত একসেস পাওয়া সম্ভব নয়। কিন্তু কিবোর্ড টাইপিং-এ যেকোনো আঙুল দিয়ে পাসওয়ার্ড টাইপ করে একসেস পাওয়া যেতে পারে। শিহাব শাহরিয়ারের আঙুল কেটে যাওয়ায় সে ফিঙ্গার প্রিন্ট রিডারে ব্যান্ডেজকৃত আঙুলের ছাপ দিয়ে দরজা খুলতে পারছিল না। এতে বিরক্ত হয়ে সে পাসওয়ার্ডযুক্ত কিবোর্ড টাইপিং প্রযুক্তি ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
ফিঙ্গার প্রিন্ট ও কিবোর্ড টাইপিং এর প্রযুক্তিগত ও উদ্দেশ্যগত দিক একই হওয়ায় বলা যায় শিহাব শাহরিয়ারের প্রস্তাবটি যৌক্তিক।
No comments yet. Be the first to comment!